মোঃ খায়রুল ইসলাম,রাণীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুরাতন সেন্টারের সামনে বেলতলি নামক স্থানে, বজ্রপাতে সাঈদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর গ্রামের অন্তার বিল মাঠে এ ঘটনা ঘটে।
নিহত সাঈদ ওই গ্রামের খয়রাত আলী ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার অন্তার বিল মাঠে বৃহস্পতিবার বিকেলে আমন ধানের জমিতে সেচ দিতে যায় সাঈদ। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয় এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত সাঈদ দীর্ঘদিন গোগর চৌরাস্তা বাজারে নৈশ্য প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পাশাপাশি একটি মুদি দোকান পরিচালনা করতেন। এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.