একে আজাদ,ঠাকুরগাঁও প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টাপ্রেন্রশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ ( পাটনার) এর আওতায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২ টায় কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সঞ্জয় দেবনাথ সিনিয়র মনিটরিং অফিসার, পাটনার, দিনাজপুর অঞ্চল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মোহন্ত সহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং কৃষক. খামারি ও গণমাধ্যম কর্মীবৃন্দ।
এসময় কৃষিদিব সঞ্জয় দেবনাথ বলেন,পাটনার প্রোগ্রাম হচ্ছে বাংলাদেশের সব চেয়ে বড় একটি প্রোগ্রাম এই প্রোগ্রামের মাধ্যমে সরকার গোটা দেশে নিরাপদ ফসল চাষে কৃষকদের উদ্ভুদ্ধ করে যাচ্ছে। আমাদের বাঁচতে হলে সবার আগে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।তাই এই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে কীটনাশক মুক্ত সবজি চাষ করতে হবে,এবং সেগুলো আমাদের প্রতিটি এলাকায় বিষমুক্ত নিরাপদ খাদ্য ছড়িয়ে দিতে হবে তাহলেই আমরা সুস্থ থাকবো। তাই পাটনার প্রোগামের মাধ্যমে সরকার দেশের নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষেই কাজ করে যাচ্ছে। আমরা যদি বিষ মুক্ত খাদ্য নিশ্চিত করতে না পারি তাহলে আমাদের শরিরে দিন দিন মরণব্যাধি ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ সৃষ্টি হবে। তাই সব কৃষক কে কীটনাশক মুক্ত সবজি চাষ করতে আগ্রহী করে যাচ্ছেন পাটনার প্রোগাম।
একে আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি.
ঠাকুরগাঁও।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.