একে আজাদ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জসিম (৩০) নামে একজন নিহত হয়েছেন।
এসময় গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন। (২৪ আগস্ট) রবিবার উপজেলার রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের কুমারগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া গতিতে আসা দুটি বিপরিতগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চার আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। রাণীশংকৈল ফায়ার সার্ভিস কর্মীরা তাঁদের দ্রুত উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী জসিম নামে ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। আহত সঞ্জয় নামে ব্যক্তি কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর হাসপাতালে রেফার্ড করা হয় , ৩ জন আহত অবস্থায় রাণীশংকৈল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । নিহত জসিম উদ্দিন উপজেলার ভানোর কাশিপুর গ্রামের সোলেমান আলীর ছেলে ।
আহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার মহাজনের হাট এলাকার অমেন্দ্র সাহার ছেলে সঞ্জয় সাহা (২৮), হরিপুর উপজেলার হলদিবাড়ি গ্রামের আব্দুল জামালের ছেলে মুক্তারুল (৩৫ ) , একই উপজেলার হলদিবাড়ি লুহুচাদ গ্রামের সুলতানা (২৮),ও তার সাথে থাকা কলের শিশুও আহত হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে । এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.