রাণীশংকৈলে টিউবওয়েল মিস্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

- আপডেট সময় : ০৯:৩৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

একে আজাদ, রাণীশংকৈল প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে সিরাজুল ইসলাম আকালু (৫৫) নামে এক টিউবওয়েল মিস্ত্রি আত্মহত্যা করেছে। গাছে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। রবিবার (১১ আগষ্ট) রাতে রাণীশংকৈল পৌর এলাকার দক্ষিণ ভান্ডারা গ্রামে এ ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম আকালু (৫৫) ওই এলাকার মৃত অগনু’র ছেলে। নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, সিরাজুল ইসলাম আকালু কয়েক দিন থেকে মানসিক রোগে ভুগছিলেন ওই দিন রাতে হঠাৎ কাউকে না জানিয়ে শয়নকক্ষ থেকে বের হয় তিনি রাতেই পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি করে। পরে বাড়ীর পাশে আম গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় সিরাজুল ইসলাম আকালুর ঝুলন্ত মরদেহ দেখতে পায় তারা।
রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার বলেন, নিহত সিরাজুল ইসলাম আকালু মানসিকভাবে অসুস্থ ছিলেন। এই মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকাই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।