এ.কে.আজাদ,ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার হাটে অভিযান চালিয়ে জাল টাকার নোটসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তির নাম মো. সোহেল রানা (৪৫)। তিনি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত মোফাজ্জল হোসেন।
পুলিশ জানায়, শনিবার (৫ অক্টোবর) দুপুরে কাতিহার হাটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সোহেল রানাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে পুলিশ ৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরশেদুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সোহেল রানা স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন হাটবাজারে জাল নোট ছড়িয়ে আসছিলেন। জাল টাকা ছড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করাই ছিল তার মূল উদ্দেশ্য। এব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.