রাণীশংকৈল,উপজেলা প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৪নং লেহেম্বা ইউনিয়নের গোগর চৌরাস্তা ৩ নং ওয়ার্ডের মাজা টোলা গ্রামের আব্দুল আজিত এর বাড়িতে একদল ভূমিদস্যু কারী হামলা চালায় ঘটনাটি ঘটেছে- ২৯ শে সেপ্টেম্বর রাত অনুমানিক ১১:৩০ মিনিটে বাড়িতে ঢুকে আজিতকে বেধুম মারপিট করে গলা টিপে হত্যা করার চেষ্টা করে এমত অবস্থায় তার স্ত্রী মোমিনা বেগম তিন মাসের শিশুকে ঘরে রেখে আজিতের স্ত্রী মোমেনা বেগম স্বামীকে বাঁচাতে আসলে তাকেও বেধুম মারপিট করে ও তাকেও গলা টিপে হত্যা করার চেষ্টা করে তাতে ও খান্ত হনন- ১ নং আসামির আব্দুল লতিফ এর নির্দেশে- ২- নং আসামি আবু আলী মোমেনা বেগমকে দা দিয়ে মাথায় কোপ দিয়ে হত্যা করার চেষ্টা করে, পড়ে সিএনজি যোগাযোগে পীরগঞ্জ হাসপাতালে আসলে সেখানে ও হামলা চালায় ভূমি দস্যু কারিরা পরে স্বামী-স্ত্রী ছেলে মেয়ে কে নিয়ে সিএনজি যোগাযোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন
১। সাক্ষী সিএনজি চালক মোহাম্মদ আলাল হোসেন
২। মোঃ আলমগীর হোসেন ৩ । মোমেনা বেগম
হামলাকারী ভূমিদস্যুরা হলেন :
১। মোঃ আব্দুল লতিফ পিতা : দবিরউদ্দিন মোটাই ২। মোঃ আবু আলী পিতা; আব্দুল লতিফ
৩। মোঃ রফিকুল ইসলাম পিতা : দবিরউদ্দিন মোটাই ৪। মোঃ লাবু পিতা : মোঃ রফিকুল ইসলাম ৫। মোঃ নয়ন আলী পিতা: মোঃ রফিকুল ইসলাম ৬। মোঃ হাফিজ উদ্দিন পিতা : মোঃ মমতাজ আলী ৭। মোঃ শফিকুল ইসলাম পিতা : মোঃ মমতাজ আলী ৮। মোছাম্মৎ সুমি আক্তার স্বামী মোঃ ফরিদ ৯। মোছাম্মদ আকলিমা বেগম স্বামী মোঃ লাবু ইসলাম
বাকি দস্যুরা সব মুখ বাধা ছিল
সর্ব সং গোগর মাজা টোলা
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.