মোঃ খায়রুল ইসলাম,রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার ৫ নং ওয়ার্ডের বৃষ্টির পানিতে ডুবে সানজিদ হোসেন নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবারে সন্ধ্যার সময় রাণীশংকৈল পৌরসভার ৫ নং ওয়ার্ডের দক্ষিণ ভান্ডারা গ্রামে এ ঘটনা ঘটে, শিশু সানজিদ হোসেন ফল ও সবজি ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে,
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় বাড়ির লোকজনের অগোচরে বাইরে খেলতে বের হয় সানজিদ হোসেন এ সময় রান্না ঘরে কাজ করছিলেন তার মা কিছুক্ষণ পরে বাড়ির উঠানে সানজিদ হোসেনকে দেখতে না পেয়ে,সানজিদ হোসেন কে অনেক খোঁজাখুঁজির করেন পরিবারের লোকজন পরে সন্ধ্যার দিকে বাড়ির পাশে মাটি কাটা গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে সানজিদ হোসেনের পরিহিত জুতা ভাসমান অবস্থায় দেখতে পায় স্বজনরা ওই গর্তের বৃষ্টির পানিতে শিশুটিকে খোঁজাখুঁজি করে পরে গর্তের ভিতর থেকে শিশুটি উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়ন্ত কুমার সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় শিশুদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, এ ঘটনা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.