রাণীশংকৈলে কৃষকদলের সভাপতি বহিষ্কৃত কৃষক দলের নেতার বিরুদ্ধে থানায় জিডি

- আপডেট সময় : ০৯:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ১০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:বহিষ্কৃত কৃষক দলের সহসভাপতি মাসুদ রানা রাণীশংকৈল প্রেসক্লাব কে উড়িয়ে দিবে, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম কে ধ্বংস করে দিবে এমন হুমকি দেওয়ার অভিযোগে দলের নির্দেশে উপজেলা কৃষকদলের সভাপতি মোশারফ হুসাইন তাকে বহিস্কার করেছে।
এমন ঘটনার প্রেক্ষিতে বীমা কর্মী মাসুদ রানা তেলে বেগুনে জ্বলে উঠে। মোশারফ বলেন, তাকে বহিস্কারের পর গত ১৮/০৮/২৫ইং তারিখে বিকেল সাড়ে ৪ টায় পৌরশহরে মৌচাক হোটেলের সামনে মাসুদ অশ্লিল ভাষায় গালিগালাজ করে প্রাণ নাশের হুমকি দিয়ে বলে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করবে। এছাড়াও বিএনপির দল নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করেছে বীমা কর্মী মাসুদ রানা।
এনিয়ে উপজেলা কৃষকদলের সভাপতি মোশাররফ হুসাইন বাদী হয়ে গত ৫/৯/২৫ ইং তারিখ বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তিনি আরো বলেন তার বিরুদ্ধে আদালতে ইতো মধ্যে একাধিক মামলা করা হবে।
মাসুদ রানা দাবী করে তিনি এখনো কৃষকদলের সহসভাপতি পদে আছেন।