এ.কে.আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদী থেকে এক অজ্ঞাত (৪৫) নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে পৌর শহরের জয়কালী বাজার সংলগ্ন কুলিক নদীতে মাছ ধরার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি নদীতে একটি নারীর লাশ ভাসতে দেখেন। পরে তারা বিষয়টি রাণীশংকৈল থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মৃত নারীকে তারা আগে কখনো এলাকায় দেখেননি। অনেকের ধারণা, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং সম্ভবত অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়েছিলেন।
রাণীশংকৈল থানা ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান, লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে, প্রয়োজনে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.