ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৫ই জানুয়ারি বুধবার রাতে যৌথ বাহিনীর অভিযানে ফুলবাবু (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ফুলবাবু পৌর শহরের রংপুরিয়া বস্তির মৃত নাজির হোসেনের ছেলে।
আটককৃত ফুলবাবুকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট সোর্পদ করা হলে, ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউএনও রকিবুল হাসান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ।
স্থানীয়রা জানায়, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে পৌর শহরের রংপুরিয়া মার্কেট মধ্য ভান্ডারা এলাকায় নিজ বাড়ি থেকে ২৮০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা.আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আগামী বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.