রাণীশংকৈলে ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

- আপডেট সময় : ১০:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে

এ কে আজাদ,ঠাকুরগাঁও প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সুশান্ত রায় (২৮) নামে এক মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ আগস্ট) রাত ১০টায় উপজেলা কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সুশান্ত রায় পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর দুর্গাপুর গ্রামের দীনেশ চন্দ্র রায়ের ছেলে।
এ ব্যাপারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মামুনুর রশিদ জানান, সোমবার ২৬ আগস্ট সন্ধ্যায় রাণীশংকৈল থেকে বাসায় ফেরার সময় তিনি রাণীশংকৈল-পীরগঞ্জ মহাসড়কের পুরাতন সেন্টার এলাকায় ব্রিজের উপর কয়েকজন যুবককে দেখতে পান। সন্দেহ হলে তিনি কয়েকজন এলাকাবাসীকে সাথে নিয়ে ওই যুবকদেরকে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে সুশান্তের কাছে ৬ পিস ইয়াবা দেখতে পান। এসময় প্রশাসনকে খবর দেয়া হলে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সুশান্ত রায় ও সন্দেহভাজন আরো দুজনকে আটক করে নিয়ে আসেন। আটকের পর সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক (৬ পিস ইয়াবা) সহ আটক অভিযুক্ত সুশান্ত রায়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সুশান্ত রায়কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।