রাণীশংকৈলে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৯:২৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের কাতিহার হাটে ২০২৫ সালের অর্থ বছরের নির্ধারিত অতিরিক্ত টোল বাতিল করে পূর্বের দর বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গত শনিবার (৩ মে) দুপুরে উপজেলার কাতিহার হাট সংলগ্ন পাঁকা সড়কে ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।
পরে তারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে স্মারকলিপি দেন।
মানববন্ধন বক্তব্য দেন- প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির দপ্তর বিষয়ক সম্পাদক ফেরদৌস আলম মানিক,
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী,
ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বাচোর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল কুদ্দুস, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি পারভেজ হাসান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, উপজেলার কাতিহার হাটে আগে গরু প্রতি লেখাই ছিল ২৩০ টাকা। কিন্তু বর্তমানে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা যা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। সেই সাথে ছাগল,হাস, মুরগি সহ সব টোলের দর দ্বিগুণ করা হয়েছে সেগুলো বাতিল করে পূর্বের দর বহালের দাবি জানান তারা।
অপরদিকে. হাট ইজরাদার হামিদুরের সাথে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন সরকার কর্তৃক বর্তমান বাজার দর নির্ধারণ করেছে। চা প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা হয়েছে সে অনুপাতে আমরা টোল গ্রহণ করছি। তবে আটকে রাখার বিষয়টি তিনি অস্বীকার করেন।