একে আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি
হস্পতিবার ৬ জুন দুপুরে রানীশংকৈল -পীরগঞ্জ মহাসড়কের পুরাতন সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম রানীশংকৈল উপজেলার গোগর এলাকার আজিজুল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ফাতেমা বেগম পায়ে হেঁটে তার ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। পুরাতন সেন্টার এলাকায় পৌঁছালে পিছন দিক দিয়ে আসা রানীশংকৈল গামী সিমেন্ট বোঝাই (ঢাকা মেট্রো উ ১১-৩৪১৭) ট্রাকটি সজোরে ধাক্কা দিলে সামনের চাকায় পিষ্ট হয়ে ফাতেমার মুখ মন্ডলসহ দেহ খন্ড বিখন্ড হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় ঘটনা স্থল থেকে ট্রাক চালকে আটক করে পুলিশ
ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, খবর পেয়ে রানীশংকৈল থানা পুলিশের একটি টিম চালক ও ঘাতক ট্রাক থানায় নিয়ে আসে। এ ব্যাপারে অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.