সংবাদ শিরোনাম :
রাজাপুরে ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৫১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী:ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজাপুর প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে এনসিপি রাজাপুর উপজেলা শাখা।
এর আগে ১৬ জুলাই মো. শাহরিয়ার শাকিলকে প্রধান সমন্বয়কারী ও মোজাহিদুল ইসলাম সোহাগ গাজীকে যুগ্ম সমন্বয়কারী করে ২২ সদস্যের উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
উক্ত বিক্ষোভ অনুষ্ঠানে বক্তারা গোপালগঞ্জের এনসিপির পদযাত্রার গাড়ী বহর ও সমাবেশে নিষিদ্ধ আওয়ামীলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার তিব্র নিন্দা ও শান্তির দাবী জানান।