রাজাপুরে সৈকতের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
- আপডেট সময় : ০৫:২৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা
রাজাপুর ,ঝালকাঠী।
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঝালকাঠির রাজাপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পরে রাজাপুর পুরাতন জেলখানার পার্শ্বে মায়ের দোয়া কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি–১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত।
মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুম মোল্লা এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জাকারিয়া সুমন।
বক্তব্যে গোলাম আজম সৈকত বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।”
আয়োজকরা জানান, দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



















