রাজাপুরে সেলিম রেজার জনসংযোগ ও লিফলেট বিতরণ

- আপডেট সময় : ০৪:১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী।
ঝালকাঠি জেলার রাজাপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছেন ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি জনাব হাবিবুর রহমান সেলিম রেজা। রবিবার বিকেলে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। বিভিন্ন হাট-বাজারে ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়, মতবিনিময় করে দলীয় কর্মীদের সাথে আলোচনায় অংশ নেন বিএনপির এই নেতা। এ সময় সেলিম রেজা মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা শুনে এবং তাদের পাশে থেকে সমাধানের প্রতিশ্রুতি দেন এবং তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার সারমর্ম উপস্থাপন করেন।
শুক্তাগড় ইউনিয়নের কেওতা বাজারে বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ৩১ দফা উপস্থাপন করছেন আমরা তা বাস্তাবায়ন করার জন্য লিফলেট বিতরণ করছি। ৩১ দফায় যে বার্তাগুলো আছে তা আপনারা আপনাদের পরিবার ও সাধারণ জনগনের সামনে তুলে ধরবেন। এই বাংলাদেশে যে ফ্যাসিবাদ ১৭ বছর মাথাচাড়া দিয়ে উঠেছিলো সেই শেখ হাসিনা এখন দেশ ছেড়ে পালিয়েছে। এখন আমাদের এই দেশ পুনর্গঠন করতে হবে তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমান ঝালকাঠি -১ আসনে যাকে মনোনয়ন দিবে আপনারা সবাই তার পক্ষ হয়ে কাজ করবেন। এ সময় বিএনপির তৃনমুল নেতাকর্মী সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।