রাজাপুরে সুষ্ঠ তদন্ত চেয়ে ও মিথ্যা অভিযোগের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০৪:৫৪:০২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী:-
ঝালকাঠির রাজাপুরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই সকাল দশটায় রাজাপুর প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। সংবাদ সম্মেলন এ গালুয়া ইউনিয়ন এর পুটিয়াখালী গ্রামের জাহিদা বেগম লিখিত বক্তব্যে জানান, আমার প্রতিবেশী তুলি,সীমা ও ফারজানা উভয় পিতা মৃত শাহ আলম হাওলাদার এদের সাথে পারিবারিক কবরস্থানের জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত ৫ জুলাই শনিবার সকালে তাদের সাথে কথার কাটাকাটি এক পর্যায়ে বেলা ১১ টার দিকে পূর্ব পরিকল্পিত ভাবে তুলি, শিমু ও ফারজানা লাঠি,সোটা নিয়ে আমার উপর হামলা চালানোর চেষ্টা করে। এ সময় আমি দৌড়ে স্থানীয় হোসেন শিকদার এর দোকানের ভিতর আশ্রয় নিয়ে কোনমতে প্রাণে বেঁচে যাই। তখন হোসেন সিকদার শাহ আলম হাওলাদার সহ স্থানীয়রা আমাকে রক্ষা করে এবং তাদেরকে শান্ত করে বাড়িতে পাঠিয়ে দেয়। তখন তুলি শিমু ও ফারজানা কে মারধর করিনি যার একাধিক সাক্ষী রয়েছে।
এরপরে বেলা ২ টার দিকে প্রতিপক্ষ ফারজানা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে আমাদের নামে রাজাপুর থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে।অভিযোগে আমার চাচতো ভাই মোহাম্মদ ওয়ালীউল্লাহ, মোহাম্মদ মামুন চাচতো বোন নুসরাত জাহান বেবি ও আমার নামে অভিযোগ দেয় যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ঘটনা সময় আমার চাচতো ভাইরা কেউ বাড়িতে ছিল না। এখন প্রতিপক্ষরা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে।তাদের জন্য আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।আমার ও আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে সঠিক বিচার পেতে পারি সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ ব্যাপরে জানার জন্য তুলি গং দের সাথে যোগাযোগ করে বক্তব্য পাওয়া যায়নি।
Unlock exclusive rewards with every referral—enroll now! https://shorturl.fm/yzDwO