মোঃ কামরুল হাসান রানা।
রাজাপুর ,ঝালকাঠী।
ঝালকাঠি জেলার রাজাপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে আটটার দিকে ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার কৈবর্তখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোঃ রবিউল ইসলাম ওরফে ছাদ্দাম হোসেন (৩২)। সে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী চার নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইউনুছ হাওলাদারের বড় ছেলে ও ডেনিশ কনডেন্সমিল্ক কোম্পানির রাজাপুর উপজেলার এস আর হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, রাতে রবিউল রাজাপুর সদর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে কৈবর্তখালী এলাকায় বিপরীত দিক থেকে আসা ইসলাম নামে একটি যাত্রী পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ছিটকে রবিউল ঐ পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা আরো জানায়, মেসার্স ফরাজী স মিলস্ এর সামনে গাছের গুঁড়ি ফেলে সংকিন্য করে রাখায় এ দুর্ঘটনা ঘটেছে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতাউর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.