রাজাপুরে রিউমেটিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
- আপডেট সময় : ০৮:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী:
ঝালকাঠি জেলার রাজাপুরে রিউমেটিক ফিভার বা বাতজ্বরে আক্রান্ত রোগীদের জন্য দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফিরোজীর উদ্যোগে শুক্রবার (১৪ নভেম্বর) গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে সেবা কার্যক্রমটি।
ডা. আব্দুল হাকিম স্মরণে আয়োজিত এ ক্যাম্পে প্রফেসর ডা. নজরুল ইসলামের নেতৃত্বে ঢাকা থেকে আগত ৩০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন।
ক্যাম্প উদ্বোধন করে ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন,“রিউমেটিক ফিভার অনেক পরিবারের জন্য কষ্টের কারণ। চিকিৎসার ব্যয় অনেকেই বহন করতে পারে না। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব। আমি চাই রাজাপুর, কাঁঠালিয়ার মানুষ যেন ভালো স্বাস্থ্যসেবা পায়। সামনে আরও বড় উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও বলেন,“আজ যারা চিকিৎসা নিতে এসেছেন, তাদের কষ্ট কিছুটা লাঘব করতে পেরে আমি আনন্দিত। এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রফেসর ডা. নজরুল ইসলাম বলেন,“রিউমেটিক ফিভার অবহেলা করলে দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বাড়ে। তাই প্রাথমিক পর্যায়ে চিকিৎসা ও সচেতনতা অত্যন্ত জরুরি। আজকের এই ক্যাম্প মানুষের উপকারে আসবে বলে আমরা বিশ্বাস করি।”
আয়োজকদের মতে, দিনব্যাপী ক্যাম্পে চার শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন।



















