মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী:ঝালকাঠি জেলার রাজাপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও এলাকাবাসীর ব্যবহারের একমাত্র খালে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। সোমবার সকাল ১০ টায় উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা বাজার এলাকায় স্থানীয়দের আয়োজনে এ মাববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, শুক্তাগড় ইউনিয়নের ১নং ওয়ার্ড ঘিগড়া এলাকার মৃত আকরাম হোসেন তালুকদারের ছেলে মোঃ আঃ হান্নান তালুকদার প্রায় দুই শতাধিক পরিবারের ব্যবহারের একমাত্র সরকারি খালের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেয়। এর প্রতিবাদ করতে গেলে এলাকার প্রায় অর্ধশত মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। মানববন্ধনে বক্তারা সরকারি খাল দখল মুক্ত করে পানির প্রবাহ স্বাভাবিক করা সহ হান্নান তালুকদার কর্তৃক দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ফারজানা আক্তার,হ্যাপী বেগম,মোস্তফা তালুকদার,শফি তালুকদার,ইমাম হোসেন তালুকদার,আব্দুর রহমান,অ্যাড. সোবাহান তালুকদার,আবুল হোসেন তালুকদার সহ আরো অনেকে। মানববন্ধন শেষে হান্নানের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.