মোঃ কামরুল হাসান রানা রাজাপুর উপজেলা প্রতিনিধি:ঝালকাঠি জেলার রাজাপুরে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধিসহ একাধিক দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষাক-কর্মচারীরা। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী উপজেলার এমপিওভুক্ত মাদ্রাসার সকল শিক্ষাক-কর্মচারীরা এ কর্মসূচির আয়োজন করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে। তারা বাড়ি ভাড়া ২০ শতাংশ, মাসিক ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধা বাস্তবায়নের দাবি জানান। সেই সাথে গত ১২ অক্টোবর ঢাকা প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদসহ সরকারের কঠোর সমালোচনা করে বলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি ক্লাস বর্জন করে চলবে। তারা সরকারের প্রতিদ্রুত দাবিগুলো বাস্তবায়ন করে শিক্ষকদের শ্রেনীকক্ষে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়ার আহ্বান জানান।
বক্তব্য রাখেন রাজাপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসাইন, ওলামাগঞ্জ দাখিল মাদ্রাসার সুপাপর মো. আরিফুর রহমান, ইসহাকাবাদ হোসাইনিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমান, রাজাপুর কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা বরকত উল্লাহ, রোলা দাখিল মাদ্রাসার সুপার মো. জিয়াউল হক প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.