মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী: ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের জেলখানা রোডের ‘মায়ের দোয়া’ কমিউনিটি সেন্টারে উপজেলা মহিলা দল এ আয়োজন করেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নিগার সুলতানা নিপু, রাজাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মাসুদুর রহমান মাসুম মোল্লা, যুব বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া সুমন।
সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রাজাপুর উপজেলা মহিলা দল সভানেত্রী মোসাঃ মাহমুদা বেগম।
বক্তরা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া মহিলা দল সবসময় গণতন্ত্র ও নারীর অধিকার প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করে আসছে। বিএনপির আন্দোলন-সংগ্রামে এ সংগঠন মাঠে থেকে কাজ করছে এবং আগামী দিনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধরে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।
আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ সুস্থতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.