রাজাপুরে বেগম রোকেয়া দিবস ২০২৫ইং উৎযাপন
- আপডেট সময় : ১০:২৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ১১ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা
রাজাপুর ,ঝালকাঠী।
“নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধ্যে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন ও পুরষ্কার প্রদান অনুষ্ঠিত।
এ উপলক্ষে ৯ ডিসেম্বর সকাল ১০ টা ১৫ মিনিটের সময় রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অদম্য নারীর পুরষ্কারের আওতায় তিনটি ক্যাটাগরিতে তিন জনকে পুরষ্কার প্রদান করা হয়। এতে সফল জননী পুরষ্কার পেয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নয়া দিগন্ত পত্রিকার সিটি এডিটর আবু সালেহ আকন এবং বাংলা টিভি ঝালকাঠি জেলা প্রতিনিধি আবু সায়েম আকন এর মা আনোয়ারা খানম, শিক্ষা ও চাকুরি ক্যাটাগরিতে ইউরেকা নুর মিলি এবং আর্থনৈতিক ভাবে স্বচ্ছলতা ক্যাটাগরিতে সৈয়দা মাহফুজা আক্তার কে পুরষ্কৃত করা হয়।
মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ। এছাড়াও জাইকা কর্মকতা মোঃ ইমরান আলী’র সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ প্রমুখ।

















