রাজাপুরে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল করলেন বিএনপি নেতা সেলিম রেজা

- আপডেট সময় : ০২:৩৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা রাজাপুর ,ঝালকাঠী:ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজা।
বুধবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠী এলাকায় বিএনপির কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে তারেক রহমান ও রাজাপুর-কাঠালিয়ার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
দোয়া মাহফিলে সেলিম রেজা বলেন, “নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এমন মর্মান্তিক ঘটনা জাতিকে ব্যথিত করেছে। বিএনপি সবসময় দেশের যেকোনো দুর্যোগে জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।”
তিনি আরও বলেন, “এই ক্লান্তিলগ্ন সময়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভবিষ্যতেও সকল প্রকারের দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করবে।”
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।