রাজাপুরে বিএনপি নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
 
																
								
							
                                - আপডেট সময় : ০৭:৪২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ২০ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী:
ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নাসিম উদ্দিন আকনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩নং রাজাপুর সদর ইউনিয়ন যুবদলের আয়োজনে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) মাগরিব বাদ উপজেলা মার্কেট চত্ত্বরে অনুষ্ঠিত হয় এ দোয়া ও মিলাদ মাহফিল।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি -১ আসনের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাড.তালুকদার আবুল কালাম আজাদ, সিনিয়র সহ সভাপতি আব্দুল হক নান্টু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল হক সোহেল, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, রাজাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মোস্তফা আনোয়ার ( নিপু), রাজাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক সাখাওয়াত হোসেন রাব্বি,
জেলা ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম নেছারি।
 
																			 
										

























