রাজাপুরে বিএনপির পক্ষে ইঞ্জি. রেজাউল করিমের গণসংযোগ

- আপডেট সময় : ০৮:৪৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

মোঃকামরুল হাসান রানা,রাজাপুর,ঝালকাঠী:ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ. কে. এম. রেজাউল করিম রোববার দিনব্যাপী রাজাপুর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন।
তিনি সকালে নৈকাঠি, সাতুরিয়া, লেবুবুনিয়া, কানদাশকাঠি ও গালুয়াসহ বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে ইঞ্জিনিয়ার রেজাউল করিম বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি আরও বলেন, “রাজাপুর-কাঠালিয়ার উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার আদায়ে আমি আজীবন কাজ করে যাবো। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।