রাজাপুরে দোকান ঘর দখল করে নেয়ার অভিযোগ

- আপডেট সময় : ০৪:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাইপাস মোড় এলাকায় দোকানঘর ভাঙচুর ও দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন মোঃ সরোয়ার তালুকদার।
অভিযোগে সূত্রে জানা যায়, উপজেলা সদরের বাইপাসে তার মালিকানাধীন দুটি দোকান আবু বক্কর তালুকদার ও মোঃ সোহেল তালুকদারসহ আরও কয়েকজনে মিলে ভাড়া নিয়েছিলেন। প্রাথমিকভাবে কিছুদিন ভাড়া পরিশোধ করলেও পরে তারা ভাড়া না দিয়ে দোকান ঘর দখলে নেন।
গত ১১ জুলাই সকালে সরোয়ার তালুকদারের তালাবদ্ধ একটি দোকানের তালা ভেঙে মালামাল সরিয়ে নিয়ে দখল করে নেয় অভিযুক্তরা। প্রতিবাদ করলে সরোয়ারকে গালাগালি ও খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত সোহেল তালুকদার মুঠোফোনে জানান, জমিটি এজমালি এবং আদালতে এ বিষয়ে মামলা চলমান রয়েছে। অভিযোগকারী কাগজপত্র জালিয়াতি করে হয়রানি করছেন বলেও তিনি দাবি করেন।
রাজাপুর থানার ওসি বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”