মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী:
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”— এই শ্লোগানকে ধারণ করে ১৯ অক্টোবর ২০২৫ তারিখ রোজ রবিবার ঝালকাঠি জেলার রাজাপুরে ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ‘সম্প্রীতির মেলা’। অনুষ্ঠানটি আয়োজন করে রাজাপুর ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) তাদের সামাজিক প্রকল্পের অংশ হিসেবে। এটি বাস্তবায়িত হয় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র আর্থিক সহায়তায়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি আল আমিন এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিউটি রানী দেবনাথ এবং সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিএফজির কো-অর্ডিনেটর ও উন্নয়ন সংস্থা সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক লায়লা বেগম, ইকতেদা হাসান রনি, উপজেলা ছাত্রদলের সদস্য নাইম, জাতীয় ছাত্র সমাজের সাব্বির হোসেন, ওয়াইপিএজি সদস্য কলেজ ছাত্রী সুমাইয়া আক্তার লিজা, তামিরা তারেক ইভা,স্বর্না রানী রায়, শ্রাবনী দাস, মুক্তা দাস, সুমাইয়া আক্তার সহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের হাতেই। এজন্য তাদের শুধু শিক্ষিত হওয়াই নয়, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার জ্ঞান অর্জন করাও জরুরি। তারা আরও বলেন, দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর প্রবণতা রোধে সচেতন থাকতে হবে এবং সঠিক তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে। বক্তারা সবাইকে আহ্বান জানান— “সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ মিলে গড়ে তুলতে হবে সম্প্রীতির বাংলাদেশ। আমাদের এই সম্প্রীতি যেন নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।” শেষে বক্তারা বলেন, “সম্প্রীতির বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য — এই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.