রাজাপুরে জাতীয় ফল মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা রাজাপুর ,ঝালকাঠী।।ঝালকাঠির রাজাপুর উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫ শুরু হয়েছে। এবারের মেলার প্রতিপাদ্য বিষয় ছিল “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই।”
বরিবার (২২ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ এ মেলার উদ্বোধন করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আবদুল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: এমদাদুল হক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: মাইনুল হোসেন মোল্লা, উপজেলা সমাজ সেবা কর্মকতা মো: মোজাম্মেল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেরুননেছা পাপড়ি, প্রিন্সিপাল কর্মকর্তা ও রাজাপুর কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক এস. এম. মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ কর্তকর্তা মো: হোসেন শাহারিয়ার সিফাত, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আবুল বাশার জমাদ্দার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান।
এছাড়া কৃষি অফিসের অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণিরা মেলায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দেশীয় ফলের পুষ্টি গুণ, স্বাস্থ্য উপকারিতা ও ফল চাষের অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, “দেশি ফল শুধু সুস্বাদু নয়, বরং এগুলোর মধ্যে রয়েছে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ উপাদান, যা আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
মেলার মাধ্যমে স্থানীয় কৃষকদের ফল চাষে আগ্রহী করে তুলতে এবং পরিবেশবান্ধব কৃষির দিকে এগিয়ে নিতে বিভিন্ন প্রদর্শনী ও পরামর্শ কার্যক্রম চলবে আগামী ৩ দিন।