রাজাপুরে কাঠমিস্ত্রি তাঁর পরিবার নিয়ে বাঁচতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০৯:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ৭০ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর,ঝালকাঠী:-
ঝালকাঠি জেলার রাজাপুরে এক অসহায় কাঠমিস্ত্রি তাঁর পরিবার পরিজন নিয়ে বাঁচতে আকুতি জানায়। বুধবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবে উপস্থিত সংবাদ সম্মেলনে এ দাবী করেন। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। হান্নান তালুকদার উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা ঘিগড়া এলাকার মোঃ আকরাম হোসেন তালুকদারের ছেলে।
হান্নান তালুকদার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, স্থানীয় আবু হোসেন রাজু, ইমাম হোসেন খুবই খারাপ প্রকৃতির লোক। হান্নান তার পৈত্রিক ও ক্রয় করা সম্পত্তি নিয়ে তাদের সাথে বিভিন্ন সময় হামলা, হুমকি সড় কয়েকটি মামলা চলমান রয়েছে। ২০০৭ সালে তাদের অত্যাচারে নিজ এলাকা ছেড়ে উপজেলা সদরে পরিবার নিয়ে ভাড়া বাসায় আশ্রয় নেয় হান্নান। ২০১২ সালে প্রতিপক্ষরা হান্নানের গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এরপর হান্নান তার গ্রামের বাড়িতে গেলেই প্রতিপক্ষরা হান্নানের কাছে টাকা দাবী করে আসছে। বর্তমানে গত ৬ আগস্ট হান্নান তার গ্রামের বাড়িতে যায়। এসময় আবু তার দলবল নিয়ে হান্নানের উপর হামলা চালিয়ে আহত করে এবং পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। কিছুদিন পূর্বে হান্নান সড়ক দুর্ঘটনায় আহত হয়। বর্তমানে আগের মতো কাজ কর্ম করতে পারেনা হান্নান। এখন সংসার চালাতেই অনেক হিমসিম খেতে হয় তার উপরে আবার কয়েকটি মামলা চলমান রয়েছে। এমাতঅবস্থায় এইসব খারাপ লোকের কবল থেকে হান্নান ও তার পরিবারের সদস্যদের নিয়ে সুস্থ ভাবে বাঁচতে পারে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।