রাজাপুরে ওলামা মাশায়েখদের আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা, রাজাপুর ,ঝালকাঠী:ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় খাদেমুছসুন্নাহ কমিটি বাংলাদেশ’র উদ্যোগে ওলামা মাশায়েখদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার গালুয়া দরবার শরীফে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ আবুদাবি শাখা সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা সিফাতুল্লাহ। অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি গালুয়ার পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রহিম খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় সহ সংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শায়েখ সানাউল্লাহ মাহমুদি, হাফেজ মাওলানা আহমদ আলী কাসেমী, গালুয়া হুজুর সাহেব শাহ হযরত মাওলানা আব্দুস সাত্তার, অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সোহাগ ক্লিনিক ও সোহাগ জেনারেল হাসপাতালে চেয়ারম্যান মোঃ আহসান হাবিব সোহাগ, হেফাজতে ইসলাম বাংলাদেশের ঝালকাঠি জেলা শাখার সম্পাদক তালগাছিয়ার পীর মুফতি নুরুল্লাহ আশ্রাফী, শাহাদাৎ হোসেন, হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান, হযরত মাওলানা আবুল কাশেম, মাওলানা আল আমীন, মাওলানা জয়নাল আবেদীন সাবেরী। এসময় ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকার আলেম ওলামাগন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।