রাজাপুরে এনসিপির সম্ভাব্য প্রার্থী আহাদ শিকদারের পক্ষে গনসংযোগ

- আপডেট সময় : ০২:২৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ২২ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর,ঝালকাঠী:ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য প্রার্থী আহাদ সিকদারের পক্ষ থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রাজাপুর উপজেলার নলবুনিয়া বাজার থেকে শুরু করে গালুয়া বাজার, গাজীর হাট ও মীরের হাট এলাকায় দলীয় নেতাকর্মীরা স্থানীয় জনগণের হাতে লিফলেট তুলে দেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে দলের প্রতীক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় এনসিপির রাজাপুর উপজেলা প্রধান সমন্বয়কারী মো. শাহরিয়ার শাকিল, যুগ্ম সমন্বয়কারী মো. মোজাহিদুল ইসলাম সোহাগ গাজী, মো. আল মামুনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে প্রধান সমন্বয়কারী মো. শাহরিয়ার শাকিল বলেন, “আহাদ সিকদার ঝালকাঠি-১ আসনের সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে চান। অতীতে যেভাবে এই অঞ্চলের মানুষ উন্নয়ন বঞ্চিত ছিল, এনসিপি ক্ষমতায় গেলে সেই বঞ্চনার অবসান ঘটবে। জনগণের উন্নয়ন, সুশাসন ও অধিকার প্রতিষ্ঠায় আমাদের প্রার্থী নিরলসভাবে কাজ করবেন।”