সংবাদ শিরোনাম :
রাজাপুরে এনসিপির উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০১:১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী:ঝালকাঠির রাজাপুরে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে উঠান বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার গালুয়াদুর্গাপুর এলাকার আহাদ শিকদারের বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মো. নিজাম উদ্দিন, সংগঠক (দক্ষিণ) মো. আরমান হোসাইন, যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুজ্জামান তুহিন, ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়ক মো. মাঈনুল ইসলাম মান্না এবং রাজাপুর উপজেলা প্রধান সমন্বয়ক মো. শাহরিয়ার শাকিল প্রমুখ।
আলোচনায় নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রণয়ন জরুরি। পাশাপাশি বিচার ব্যবস্থার সংস্কার ও জনগণের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণে দল কাজ করে যাবে।