রাজাপুরে ঈদুল আযহার ছুটিতেও চালু ছিলো পরিবার পরিকল্পনা বিভাগের সকল কার্যক্রম

- আপডেট সময় : ০৮:৪০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর,,ঝালকাঠী।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক ঝালকাঠি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক জনাব তাপশ কুমার শীল, সহকারী পরিচালক জনাব শফিকুল ইসলাম নাদিম, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা: সৌরেন্দ্র নাথ সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃ দাঃ) জনাব মো: দেলোয়ার হোসেন এবং মেডিকেল অফিসার এমসিএইচ-এফপি ডা: কাজী দিলশাদ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে রাজাপুর উপজেলার ১টি মডেল ক্লিনিক, সদর ক্লিনিক এবং ৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল আজহার ছুটি চলাকালীন মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে।
গত ০৫ ই জুন ২০২৫ থেকে ঈদুল আজহার ছুটি চলমান থাকলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবাসহ গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা সেবা চালু ছিলো।
সকল উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল সেবা অব্যাহত ছিলো। ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা পেয়ে সেবাগ্রহীতারা ভীষণ খুশি ।