রাজাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

- আপডেট সময় : ০৮:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী;ঝালকাঠি জেলার রাজাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আরাফাত রহমান কোক ক্রীয়া সংসদ ও গাজীর হাট যুবসমাজের উদ্যোগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৪নং গালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজুল ইসলাম টুটুল গাজী এবং উদ্বোধন ঘোষণা করেন পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল আহাদ রুবেল গাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ জাকারিয়া সুমন, কাঠালিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জাকির হোসেন পান্না মুন্সি, ৬নং আওরাবুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি নাজমুল হাসান রুবেল সহ স্থানীয় নেতৃবৃন্দ ও খেলাপ্রেমী দর্শকরা।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রাজাপুর বাঘরী নিউ স্পটিং ক্লাব বনাম পুটিয়াখালী মীরের হাট স্পটিং ক্লাব। এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে।
প্রধান অতিথি গোলাম আজম সৈকত বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খেলাধুলার বিস্তারে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে মাঠ প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ, স্থানীয় দর্শকদের উপস্থিতি এবং যুব সমাজের প্রাণবন্ত অংশগ্রহণ।