রাজাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ইং উদযাপন
- আপডেট সময় : ০৯:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা
রাজাপুর ,ঝালকাঠী।
ঝালকাঠি জেলার রাজাপুরে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে।এ উপলক্ষে (মঙ্গলবার ৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা চত্বরে মানববন্ধন ও বেলুন উড়ানো অনুষ্ঠিত হয়।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. ফারুক সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ হোসাইন আহমেদ কামাল, সদস্য গোপাল কর্মকার, জিনিয়া সুলতানা মুন্নি ও বিউটি রানী দেবনাথসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
সহ-সভাপতি মো. ফারুক সিদ্দিকী বলেন,
“দুর্নীতি সমাজের নৈতিক ভিত্তিকে দুর্বল করে। পরিবার থেকে রাষ্ট্র—সব পর্যায়ে সততা, ন্যায় ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্মকে নৈতিকতার চর্চায় এগিয়ে আসতে হবে, তাহলেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।”
সাধারণ সম্পাদক সৈয়দ হোসাইন আহমেদ কামাল বলেন,
“দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, এটি মানুষের আস্থা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে। প্রত্যেককে নিজের অবস্থান থেকে সৎ ও দায়িত্বশীল আচরণ করতে হবে। সচেতন নাগরিকই পারে দুর্নীতির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে।”
আলোচনা সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
দিবসটি পালনে অংশ নেওয়া কর্মসূচিগুলো স্থানীয়ভাবে ব্যাপক সাড়া সৃষ্টি করে এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানানো হয়।



















