রাজাপুরে আনন্দময় পরিবেশে উপজেলা চেয়ারম্যানদের প্রথম সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা, রাজাপুর ,ঝালকাঠী।
ঝালকাঠি জেলার রাজাপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব মিলন মাহমুদ বাচ্চু’র প্রথম এ আনুষ্ঠানিক সভা মুহূর্তের মধ্যে জনসমুদ্রে পরিণত হয়।
বুধবার (৩ জুলািই) বেলা ১১ টায় উপজেলা প্রসাশনের আয়োজনে আয়োযিত ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম উপজেলা উন্নয়ন ও সমন্নয় বিষয়ক মাসিক সভা শুরু হওয়ার আগে সাধারণ জনতা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু মৃধা সহ ভাইস চেয়ারম্যানদের কে সংবর্ধনা জানায়।
বাদ্যযন্ত্র বাজিয়ে ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাধারণ মানুষেরা তাকে বরণ করে নেয়। এ সময় হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন মিলন মাহমুদ বাচ্চু। উপজেলা পরিষদ কনভেন সেন্টারে উপজেলা বাসীর উদ্যেশে বক্তব্য শেষে তিনি উপজেলা উন্নয়ন ও সমন্নয় বিষয়ক প্রথম মাসিক সভায় অংশ নিয়ে সেখানে সভাপতির দ্বায়িত্ব পালন করেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব, সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল হাসান বাপ্পি মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার ও সুশীল সমাজের প্রতিনিধি , সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।