রাজাপুরে আগুনে পুড়ে ছাই চায়ের দোকান,সাহায্যের আবেদন

- আপডেট সময় : ০৪:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

মোঃকামরুল হাসান রানা,রাজাপুর (ঝালকাঠি)।
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সোহাগ জেনারেল হাসপাতালের অপজিটে আবুলের চায়ের দোকানে অগ্নিসংযোগ হয়। জীবনের শেষ সম্বলটিও হারিয়ে আজ পথে বসেছেন মোঃ আবুল হোসেন। বৃহস্পতিবার গভীর রাতে, প্রথম প্রহরে, আনুমানিক রাত আড়াইটায় আগুনে ভস্মীভূত হয় তার দোকানটি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই লক্ষ টাকারও বেশি।
চায়ের দোকানের মালিক রাজাপুর উপজেলার মোঃ আবুল হোসেন, পিতা আলী হোসেন, কাঁধে ঋণের বোঝা নিয়ে মাত্র ক’দিন আগে দোকান ঘরটি গড়ে তুলেছিলেন। সেই দোকান ছিল তার একমাত্র জীবিকার উৎস। আজ তিনি অসহায়, দিশেহারা।
রাজাপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ রায়হান জানান, রাত আড়াইটার সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে মোবাইলে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং মাত্র ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে।
উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ বলেন, “সরকারি সহযোগিতা সাধ্যমত দেয়া হবে।”
সে সময় আবুল বলেন, “সব শেষ হয়ে গেছে। এই দোকানটাই ছিল আমার সব। এখন আমি কী করে চলব, কী দিয়ে খাবো? আমার শুধু বসতঘরটা বাকি আছে।”
তিনি রাজাপুরের সর্বস্তরের মানুষ, বিশেষ করে বিত্তবানদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন যেন তিনি আবারও দোকান ঘরটি দাঁড় করিয়ে রোজগার করে পরিবারটি নিয়ে বাঁচতে পারেন।
একজন অসহায় মানুষের স্বপ্ন ছাই হয়ে গেছে আগুনে। এখন দরকার মানবতার হাত। সামান্য সহযোগিতাই হতে পারে আবুল হোসেনের নতুন স্বপ্নের শুরু।