রাজশাহী জেলার তানোর উপজেলাধীন তানোর পৌরসভার অর্ন্তভুক্ত অতি পুরোনো ও ঐতিহ্য বাহী কালীগঞ্জ বাজারের রাস্তা ঘাটের বেহাল অবস্থা পরি লক্ষিত হয়। জানা যায় যে জনবহুল ও ঐতিহ্যবাহী এই কালীগঞ্জ বাজার প্রতি শুক্রবার ও মঙ্গলবার ভোর থেকেই জাক জমক পূর্ণভাবে শুরু হয়। তানোর উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ এবং বাইরের অনেক পাইকারি ও খুচরা ক্রেতা ও বিক্রেতা গণ ভোর থেকেই এই বাজারে আসেন বিভিন্ন ক্রয়- বিক্রয় করার জন্য। কিন্তু দেখা যায় যে পুরো বাজারের যানবাহন যাওয়ার সকল রাস্তা, পায়ে হেঁটে যাওয়ার সকল অলিগলি তথা পুরো বাজারের জায়গা কাদায় পরিপূর্ণ হয়ে গেছে। বাজারে প্রবেশের রাস্তা, ধানের বাজার, কলা বাজার, মাংস বাজার, সবজি বাজার, মাছের বাজার, মিষ্টির বাজার সকল জায়গায় দেখা যায় শুধু কাদা আর কাদা। সকল দোকান দার গণ কাদার পাশে বসেই অতি কষ্টে তাদের বিভিন্ন পণ্য বিক্রি করছেন এবং ক্রেতারাও অতি কষ্টে প্রয়োজনীয় জিনিস পত্র ক্রয় করছেন। বাজারে অতিরিক্ত কাদা হওয়াতে বাজারে আসা জনসাধারণ এবং ব্যবসায়ী গণ চরম দুর্ভোগে পড়েন। দোকান দার গণ ও ক্রেতা গণ তাদের কষ্টের কথা উল্লেখ করেন এবং বাজার সংস্কার করার দাবি জানান।
আরো জানা যায় যে এই বাজার থেকে ব্যাপক পরিমাণে নানান ধরনের সবজি ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। অথচ এই বাজারের সংস্কার করার যেন কেউ নাই এমন আফসোস করেন ক্ষেতা ও বিক্রেতা গণ। বাজারের ইজারাদার বাজারের সমস্যার কথা উল্লেখ করেন এবং বাজারর উন্নতি কামনা করে বাজার সংস্করণ করার জোর দাবি জানান যথাযথ কর্তৃপক্ষের নিকট।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.