স্টাফ রিপোর্টার:-
রাজশাহী জেলাধীন তানোর উপজেলার তানোর পৌরসভার ০৭ নং ওয়ার্ডের জিওল চাঁদপুর, ভাতরন্ড ও আকচা গ্রামের সমন্বয়ে পরিচালিত জিওল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত জিওল ঈদগাহ মাঠে ধর্ম প্রাণ মুসলমান গন আজ ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনের পরে ধর্ম প্রান মুসলমানরা আজ সকাল আটটার সময় ঈদুল ফিতরের নামাজ সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আদায় করেন। ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ শুরু করেন মুসলমান গন। ঈদের মাঠে মুসল্লী গন একে অপরের সাথে সালাম বিনিময় ও মত বিনিময় করেন এবং একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। এমন নানা আনন্দে ঈদ গাহ মাঠ ভরে যায়। ছোট বড় সকলে আজকের ঈদের নামাজে অংশগ্রহণ করেন।
জানা যায় যে, উক্ত ঈদ গাহ মাঠের জমি দান করেন জিওল গ্রামের সমাজ সেবক জনাব মোঃ মহসিন রেজা ( এম. এ)। মহৎ এই ব্যক্তি এমন অনেক নিজের জমি মসজিদ ও ঈদগাহ মাঠের জন্য দান করে দেন। দান করার ক্ষেত্রে তিনার অবদান অতুলনীয়। উল্লেখ্য যে, অনেক মুসল্লী গন বলেন যে জনাব মো: মহসিন জমি দান করেন কিন্তু দীর্ঘ দিন থেকে এই ঈদ গাহের তেমন কোন উন্নতি হয়নি। মুসল্লী গন ঈদগাহ মাঠের উন্নতির জন্য ঈদগাহ মাঠের কমিটির হস্তক্ষেপ কামনা করেন।
আজকের এই ঈদগাহ মাঠের জামাতের ইমামতি করেন মাওলানা মকসেদ আলী। নামাজ আদায় শেষে তিনি মুসলমানদের উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। নামাজ আদায় শেষ করে ধর্ম প্রাণ মুসলমান গন নিজ নিজ বাড়ি ফিরেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.