সংবাদ শিরোনাম :
রাজশাহীতে মিশুক ও সিএনজি মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:১৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে

মোঃ সারোয়ার হোসাইন:রাজশাহী জেলা মিশুক ব্যাটারি ট্যাক্সি, ট্যাক্সিক্যাব ও সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির ২০২৫ সালের অর্ধ-বার্ষিক (ঈ-বার্ষিক) নির্বাচন আজ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে ভোটগ্রহণ হয়। সকাল থেকে মালিক সমিতির সদস্যরা ভোট কেন্দ্রে লাইন ধরে ভোট প্রদান করেন। নির্বাচনী পরিবেশ ছিল উৎসবমুখর ও শান্তিপূর্ণ।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জানান, কোনো বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং গণনার পর ফলাফল প্রকাশ করা হবে।
সমিতির নেতৃবৃন্দ বলেন, এ নির্বাচন মালিকদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।




















ভালো