মো: এরশাদ আলী,স্টাফ রিপোর্টার,রাজশাহী:শিক্ষা জাতির মেরুদন্ড, দেশের উন্নয়নে মেধাবী ছাত্র গড়ে তুলতে শিক্ষক দের অবদান অপরিসীম। কিন্তু বাংলাদেশের বেসরকারি শিক্ষক গণ দীর্ঘদিন ধরে নানাবিধ সমস্যায় জর্জরিত। শিক্ষক দের বিভিন্ন দাবি আদায়ে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান আন্দোলন কে সমর্থন জানিয়ে সেই ধারাবাহিকতায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী মহানগরীর পক্ষ থেকে আজ ২০/১০/২০২৫ ইং তারিখ রোজ সোমবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মিনারের সামনে আলোচনা, বিক্ষোভ মিছিল ও রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছেন ফেডারেশনের শিক্ষক নেতৃত্ব বৃন্দ। উক্ত বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠানে রাজশাহী জেলার সকল উপজেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক গণ অংশ গ্রহন করেন। বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান পূর্বে উপস্থিত শিক্ষক নেতা গন শিক্ষক দের ন্যায্য দাবী নিয়ে বক্তব্য রাখেন। নিজদের বক্তব্যে শিক্ষক দের দাবি নিয়ে বক্তা গণ উল্লেখ করেন শিক্ষক দের বাড়ি ভাড়া ৪৫%, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা করতে হবে। শতভাগ উৎসব ভাতা দিতে হবে। সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করতে হবে। সকল ইফতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্ত করতে হবে। অবসর প্রাপ্ত শিক্ষক দের দ্রুত বকেয়া বেতন ভাতা প্রদান করতে হবে। কোন শিক্ষা অফিসে অনিয়ম, ঘুষ, দূর্নীতি করা যাবে না। শিক্ষক দের কে কোনভাবে হয়রানি করা যাবে না। নির্যাতিত ও ষড়যন্ত্রের শিকার বেতন বঞ্চিত শিক্ষক দের বেতন ভাতা প্রদান সহ সকল অধিকার ফিরে দিতে হবে ইত্যাদি দাবি করেন শিক্ষক গণ।
আলোচনা ও বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী জেলা শাখার কেন্দ্রীয় নেতা গন রাজশাহী জেলা প্রশাসক কে স্মারক লিপি প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন উক্ত ফেডারেশনের রাজশাহী জেলার সক্রিয় সভাপতি জনাব ড. মো: ওবায়দুল্লাহ, সেক্রেটারি জনাব মো: সিরাজুল ইসলাম, শিক্ষক নেতা জনাব আনোয়ারুল ইসলাম, জনাব আ: মালেক, জনাব মিজানুর রহমান, জনাব আজিমুদ্দীন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.