ঢাকা ০২:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যশোরে জাল ওয়ারিশ সনদ প্রদান, ইউপি প্রশাসকের বিরুদ্ধে মামলা সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ মানিকগঞ্জে মহাসড়কে সড়ক দুর্ঘটনা, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রাণে রক্ষা ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমানকে ক্রেস প্রদান সাতক্ষীরায় শহীদ আসিবের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করে শিবির উঁকি দিচ্ছে ধানের শীষ স্বপ্ন দেখছেন হরিপুরের আমন চাষীরা মানিকগঞ্জে অবৈধ দোকানে দখলদারিত্ব: জনদুর্ভোগ চরমে গাজীপুরে অটো গাড়ি চুরি, স্থানীয়দের সহায়তায় উদ্ধার জামালপুরে মব সৃষ্টি করে সাংবাদিকের উপর হামলা, হাসপাতালে ভর্তি স্ত্রী কন্যাকে ফিরে পেলেন স্বামী দীপংকর

রাজশাহীতে চাকরি মেলা, নিয়োগ পাচ্ছেন ২৫০ বেকার যুবক

নিজেস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত এবং শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের জন্য চাকরির সুযোগ তৈরি করতে দিনব্যাপী ব্যতিক্রমধর্মী এক চাকরি মেলার আয়োাজন করা হয়েছে। ইউসেপ বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উদ্যোগে শনিবার (২৮ জুন) সকালে রাজশাহী নভোথিয়েটারে এই মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় দেশের ২০টি স্বনামধন্য শিল্পশ্রতিষ্ঠান অংশ নিয়েছে, যেখানে কোন ধরনের রেজিস্ট্রেশন ফি ছাড়াাই বিনামূল্যে প্রায় ২৫০ জনকে চাকরির জন্য চূড়ান্ত করা হবে। সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ইউসেপ রাজশাহী ইনক্লসিভ কমিটি সভাপতি চৌধুরী সারোয়ার জাহান। স্বাগত বক্তব্য রাখেন- ইউসেপ বাংলাদেশ রাজশাহীর রিজিওনাল ম্যানেজার শাহিনুল ইসলাম।

আজকের এই চাকরি মেলা একটি চমৎকার উদ্যোগ। এর মাধ্যমে আমরা রাজশাহীর উদ্যমী ও মেধাবী তরুণ-তরুণীদের সরাসরি নিয়োগ দেওয়ার সুযোগ পাচ্ছি। আমরা আশা করি, এই মেলা থেকে আমরা বেশ কিছু যোগ্য প্রার্থী খুঁজে পাব, যারা আগামী দিনে প্রাণ আরএফএল গ্রুপের সাফল্যের অংশীদার হবে। ইউসেপের এই পথচলায় আমরা সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।”
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সকাল থেকেই চাকরি প্রত্যাশীদের ভিড়। প্রাণ-আরএফএল গ্রুপ, মেঘনা গ্রুপ, নেট্রো সিসটেম রাজশাহী হাইটেক পার্ক, বিডিজবস.কম সহ বিভিন্ন কোম্পানির ২০টি স্টলে তরুণ-তরুণীরা তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিচ্ছেন। উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অনেককে তাৎক্ষণিক সাক্ষাৎকার বা ভাইভায় অংশ নিতেও দেখা যায়। আয়োজকরা জানান, মেলায় প্রায় এক হাজারেরও চাকরিপ্রার্থী আবেদন করেছেন।
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহের পর প্রাথমিক মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি চূড়ান্ত করা হচ্ছে।
মেলায় মূলত কারিগরি পদগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে— ওয়েব ডিজাইন, অটোমোবাইল, গার্মেন্টস টেকনিশিয়ান, মেশিন টুল অপারেশন, মেকানিক, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, সুইং মেশিন অপারেটর, রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনিং টেকনিশিয়ান এবং কম্পিউটার অপারেটরের মতো বিভিন্ন পদ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ইউসেপ বাংলাদেশের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “এই মেলার মাধ্যমে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা সরাসরি চাকরির সুযোগ পাবেন, যা দেশের জন্য দক্ষ জনশক্তি গড়তে সহায়ক হবে। অনেকে পড়াশোনা শেষ করেও চাকরি পাচ্ছে না। এমন পরিস্থিতিতে শিক্ষিত বেকার যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে ইউসেপ বাংলাদেশের এই উদ্যোগ প্রশংসার যোগ্য।”
তিনি আরও বলেন, “ইউসেপ বাংলাদেশের এই আয়োজন রাজশাহী বিভাগের জন্য একটি ইতিবাচক বার্তা। আমাদের তরুণদের মধ্যে মেধা ও সম্ভাবনার কোনো কমতি নেই, প্রয়োজন শুধু সঠিক প্ল্যাটফর্মের। এই চাকরি মেলা একদিকে যেমন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে তাদের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী খুঁজে পেতে সাহায্য করছে, অন্যদিকে তরুণদের সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। এ ধরনের উদ্যোগ বিভাগের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম বলেন, ইউসেপ বাংলাদেশ কারিগরি শিক্ষার মাধ্যমে তরুণদের কর্মসংস্থান তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই চাকরি মেলা সেই প্রচেষ্টারই একটি অংশ, যা শিক্ষিত তরুণদের সরাসরি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করবে।

জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, “রাজশাহী শিক্ষা নগরী হলেও এখানে শিক্ষিত বেকারের সংখ্যা কম নয়। ইউসেপের এই চাকরি মেলা সেই লক্ষ্য পূরণে একটি কার্যকর পদক্ষেপ। জেলা প্রশাসন এ ধরনের যেকোনো গঠনমূলক উদ্যোগকে সবসময় সহযোগিতা করতে প্রস্তুত। এর মাধ্যমে তরুণরা নিজ জেলায় থেকেই সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ার সুযোগ পাবে।”
উল্লেখ্য যে, ১৯৭২ সাল থেকে ইউসেপ-বাংলাদেশ শহরের সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশু-কিশোরদের সাধারণ শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাজুয়েটদের কর্মসংস্থানে সহযোগিতা প্রদান করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

রাজশাহীতে চাকরি মেলা, নিয়োগ পাচ্ছেন ২৫০ বেকার যুবক

আপডেট সময় : ০১:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

রাজশাহীতে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত এবং শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের জন্য চাকরির সুযোগ তৈরি করতে দিনব্যাপী ব্যতিক্রমধর্মী এক চাকরি মেলার আয়োাজন করা হয়েছে। ইউসেপ বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উদ্যোগে শনিবার (২৮ জুন) সকালে রাজশাহী নভোথিয়েটারে এই মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় দেশের ২০টি স্বনামধন্য শিল্পশ্রতিষ্ঠান অংশ নিয়েছে, যেখানে কোন ধরনের রেজিস্ট্রেশন ফি ছাড়াাই বিনামূল্যে প্রায় ২৫০ জনকে চাকরির জন্য চূড়ান্ত করা হবে। সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ইউসেপ রাজশাহী ইনক্লসিভ কমিটি সভাপতি চৌধুরী সারোয়ার জাহান। স্বাগত বক্তব্য রাখেন- ইউসেপ বাংলাদেশ রাজশাহীর রিজিওনাল ম্যানেজার শাহিনুল ইসলাম।

আজকের এই চাকরি মেলা একটি চমৎকার উদ্যোগ। এর মাধ্যমে আমরা রাজশাহীর উদ্যমী ও মেধাবী তরুণ-তরুণীদের সরাসরি নিয়োগ দেওয়ার সুযোগ পাচ্ছি। আমরা আশা করি, এই মেলা থেকে আমরা বেশ কিছু যোগ্য প্রার্থী খুঁজে পাব, যারা আগামী দিনে প্রাণ আরএফএল গ্রুপের সাফল্যের অংশীদার হবে। ইউসেপের এই পথচলায় আমরা সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।”
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সকাল থেকেই চাকরি প্রত্যাশীদের ভিড়। প্রাণ-আরএফএল গ্রুপ, মেঘনা গ্রুপ, নেট্রো সিসটেম রাজশাহী হাইটেক পার্ক, বিডিজবস.কম সহ বিভিন্ন কোম্পানির ২০টি স্টলে তরুণ-তরুণীরা তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিচ্ছেন। উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অনেককে তাৎক্ষণিক সাক্ষাৎকার বা ভাইভায় অংশ নিতেও দেখা যায়। আয়োজকরা জানান, মেলায় প্রায় এক হাজারেরও চাকরিপ্রার্থী আবেদন করেছেন।
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহের পর প্রাথমিক মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি চূড়ান্ত করা হচ্ছে।
মেলায় মূলত কারিগরি পদগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে— ওয়েব ডিজাইন, অটোমোবাইল, গার্মেন্টস টেকনিশিয়ান, মেশিন টুল অপারেশন, মেকানিক, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, সুইং মেশিন অপারেটর, রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনিং টেকনিশিয়ান এবং কম্পিউটার অপারেটরের মতো বিভিন্ন পদ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ইউসেপ বাংলাদেশের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “এই মেলার মাধ্যমে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা সরাসরি চাকরির সুযোগ পাবেন, যা দেশের জন্য দক্ষ জনশক্তি গড়তে সহায়ক হবে। অনেকে পড়াশোনা শেষ করেও চাকরি পাচ্ছে না। এমন পরিস্থিতিতে শিক্ষিত বেকার যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে ইউসেপ বাংলাদেশের এই উদ্যোগ প্রশংসার যোগ্য।”
তিনি আরও বলেন, “ইউসেপ বাংলাদেশের এই আয়োজন রাজশাহী বিভাগের জন্য একটি ইতিবাচক বার্তা। আমাদের তরুণদের মধ্যে মেধা ও সম্ভাবনার কোনো কমতি নেই, প্রয়োজন শুধু সঠিক প্ল্যাটফর্মের। এই চাকরি মেলা একদিকে যেমন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে তাদের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী খুঁজে পেতে সাহায্য করছে, অন্যদিকে তরুণদের সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। এ ধরনের উদ্যোগ বিভাগের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম বলেন, ইউসেপ বাংলাদেশ কারিগরি শিক্ষার মাধ্যমে তরুণদের কর্মসংস্থান তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই চাকরি মেলা সেই প্রচেষ্টারই একটি অংশ, যা শিক্ষিত তরুণদের সরাসরি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করবে।

জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, “রাজশাহী শিক্ষা নগরী হলেও এখানে শিক্ষিত বেকারের সংখ্যা কম নয়। ইউসেপের এই চাকরি মেলা সেই লক্ষ্য পূরণে একটি কার্যকর পদক্ষেপ। জেলা প্রশাসন এ ধরনের যেকোনো গঠনমূলক উদ্যোগকে সবসময় সহযোগিতা করতে প্রস্তুত। এর মাধ্যমে তরুণরা নিজ জেলায় থেকেই সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ার সুযোগ পাবে।”
উল্লেখ্য যে, ১৯৭২ সাল থেকে ইউসেপ-বাংলাদেশ শহরের সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশু-কিশোরদের সাধারণ শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাজুয়েটদের কর্মসংস্থানে সহযোগিতা প্রদান করে আসছে।