নিজস্ব প্রতিনিধি: রাজশাহীতে নারী উদ্যোক্তাদের অনলাইন ভিত্তিক ফোরাম হাউস অফ বিউটি ব্লুমের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৫ টাকার বিনিময়ে ৫০০ জন মানুষের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতর হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকাল ১০টায় রাজশাহীর নগরীর আলুপট্টির মোড়ে আয়োজিত এই মানবিক কার্যক্রমে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। এখানে সুবিধাবঞ্চিত ব্যক্তিরা নানা ধরনের ঈদ খাদ্যসামগ্রী সংগ্রহের সুযোগ পান।
আয়োজক খুশির হাট এডমিন নওশিয়া অরিন খান বলেন, আজ আমরা ৫০০ জনের মাঝে খাবার বিতরণ করেছি। আগামীকাল ৫০টি পরিবারের জন্য সম্পূর্ণ ঈদ বাজারের ব্যবস্থা করব। নিম্ন আয়ের মানুষদের ঈদের আনন্দের অংশীদার করতেই আমাদের এই উদ্যোগ। এতে সুবিধাবঞ্চিত ব্যক্তিরা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী মাত্র ৫ টাকায় নিতে পারছেন।
এই আয়োজনে অংশ নেওয়া এক সুবিধাভোগী বলেন, ঈদের কেনাকাটা করার সামর্থ্য ছিল না, কিন্তু মাত্র ৫ টাকায় এত কিছু পেয়েছি! এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।
আয়োজকরা জানান, সবার সহযোগিতায় এ বছরের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। তারা বলেন,ঈদের আনন্দ শুধু নিজের জন্য নয়, তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়াই প্রকৃত খুশি। আগামী বছরও এই উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এই ব্যতিক্রমী উদ্যোগ রাজশাহীতে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.