রাজবাড়ী গোয়ালন্দে মোটরসাইকেল চাপা দেয়া ট্রাকে অগ্নিসংযোগ
- আপডেট সময় : ০৭:৫৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ১০ বার পড়া হয়েছে

উজ্জ্বল চক্রবত্তী, রাজবাড়ী প্রতিনিধী:
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দে বালুবাহি ড্রামট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই ড্রামট্রাকে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায এলাকার এ দূর্ঘটনা ঘটে। আহত ব্যাক্তির নাম মো. আলমাস সেক (৫০)। তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মাকুবাই গ্রামের মৃত বিলায়ত হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে আলমাস নামের ঐই ব্যক্তি দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কে একটি বালুর ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে চালক গুরুতর আহত হন। আহতকে উদ্ধার করে স্থানীয়রা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় বিক্ষুব্ধ জনতা ওই ড্রামট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




















