ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের শাল্লায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র সংঘর্ষে আহত ৭জন কিষান মজদুর ইউনাইটেড একাডেমির ৬০ বছর পূর্তি সম্মিলন হীরক জয়ন্তী উদযাপন পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চাইলে তাদের প্রতি শুভকামনা নেই: ছাত্রদল সভাপতি রাউজানে মা ভাই ও বোনের হাতে খুন প্রকৌশলী কালীগঞ্জে দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের প্রথম পুনমিলনী অনুষ্ঠিত সাতক্ষীরার আনুলিয়া ইউনিয়নের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে খোলপেটুয়া নদীর বাঁধ ভাঙন শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৪ তম শুভ আবির্ভাব স্মরণোৎসব উদযাপিত গোপালগঞ্জে ফকির বংশের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫ আলমডাঙ্গায় কুখ্যাত মাদক সম্রাগী মিনি বেগম পুলিশের কাছে গ্রেফতার সময়ের সাথেসাথে ঈদের হাসিখুশির পরিবর্তন

রাজনৈতিক মতভেদ ভুলে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে চাই:বাকৃবির ছাত্রদল নেতা শোয়াইব

বাকৃবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব বলেন, “আজকের ইফতারের প্রধান উদ্দেশ্য বাকৃবির সকল শিক্ষার্থীর সঙ্গে একসঙ্গে বসে ইফতার করা। এই আয়োজনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। আমরা চাই রাজনৈতিক মতভেদ ভুলে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠুক, যাতে বাকৃবিতে সুস্থধারার গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠিত হয়।”

বাকৃবি শাখা ছাত্রদলের উদ্যোগে দুস্থ, গরিব ও ইয়াতিমদের সঙ্গে নিয়ে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এসময় দেশবাসীর কল্যাণের জন্য দোয়ার আয়োজনও করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে বাকৃবির বিভিন্ন অনুষদের দুই হাজার শিক্ষার্থী ও প্রায় দুই শতাধিক দুস্থ ও গরিব ওই ইফতারে অংশগ্রহণ করেন।

এছাড়া এ সময় উপস্থিত ছিলেন বাকৃবির রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, এডিশনাল রেজিস্ট্রার ড. মো. নাজমুল হক, শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান ও উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হারুন অর রশিদসহ বাকৃবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, “রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আত্মত্যাগের মাস। এই মাসে ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের প্রতিজ্ঞা আরও দৃঢ় হতে হবে। তারুণ্যের প্রতীক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা আগামী দিনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকব। দেশের স্বার্থে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল কখনো আপস করবে না। ইনশাআল্লাহ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবেই।”

সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, “ইফতারে শিক্ষার্থীদের ঢল প্রমাণ করে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মন জয় করেছে। আর এর মাধ্যমে তারা বাকৃবিকে জাতীয়তাবাদের আঁতুড়ঘরে পরিণত করে সুস্থ ধারার রাজনীতির রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে সফলভাবে এগিয়ে যাচ্ছে।”
যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তুষার বলেন, “বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে ১৯৭১ থেকে ২০২৪-এর সকল শহীদের আত্মার শান্তি কামনা করছি। সেই সঙ্গে বেগম খালেদা জিয়াসহ ২০২৪-এর আন্দোলনে আহত সকল বীর সৈনিকের দ্রুত সুস্থতা কামনা করছি। ছাত্রদলের হাত ধরেই ছাত্রসমাজকে সাথে নিয়ে সাম্য ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমি এই প্লাটফর্মটি তৈরী করেছি এ দেশের সাধারণ মানুষের কন্ঠস্বর হিসাবে পরিচালিত করার জন্য।আমরা অবিরত থাকবো সততা নিয়ে সত্যের সাথে। দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা এ দেশের নির্যাতিত ও নিপীড়িত গনমানুষের কথা বলবে এবং সত্য প্রকাশে থাকবে আপোষহীন।
ট্যাগস :

রাজনৈতিক মতভেদ ভুলে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে চাই:বাকৃবির ছাত্রদল নেতা শোয়াইব

আপডেট সময় : ১০:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব বলেন, “আজকের ইফতারের প্রধান উদ্দেশ্য বাকৃবির সকল শিক্ষার্থীর সঙ্গে একসঙ্গে বসে ইফতার করা। এই আয়োজনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। আমরা চাই রাজনৈতিক মতভেদ ভুলে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠুক, যাতে বাকৃবিতে সুস্থধারার গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠিত হয়।”

বাকৃবি শাখা ছাত্রদলের উদ্যোগে দুস্থ, গরিব ও ইয়াতিমদের সঙ্গে নিয়ে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এসময় দেশবাসীর কল্যাণের জন্য দোয়ার আয়োজনও করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে বাকৃবির বিভিন্ন অনুষদের দুই হাজার শিক্ষার্থী ও প্রায় দুই শতাধিক দুস্থ ও গরিব ওই ইফতারে অংশগ্রহণ করেন।

এছাড়া এ সময় উপস্থিত ছিলেন বাকৃবির রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, এডিশনাল রেজিস্ট্রার ড. মো. নাজমুল হক, শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান ও উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হারুন অর রশিদসহ বাকৃবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, “রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আত্মত্যাগের মাস। এই মাসে ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের প্রতিজ্ঞা আরও দৃঢ় হতে হবে। তারুণ্যের প্রতীক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা আগামী দিনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকব। দেশের স্বার্থে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল কখনো আপস করবে না। ইনশাআল্লাহ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবেই।”

সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, “ইফতারে শিক্ষার্থীদের ঢল প্রমাণ করে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মন জয় করেছে। আর এর মাধ্যমে তারা বাকৃবিকে জাতীয়তাবাদের আঁতুড়ঘরে পরিণত করে সুস্থ ধারার রাজনীতির রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে সফলভাবে এগিয়ে যাচ্ছে।”
যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তুষার বলেন, “বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে ১৯৭১ থেকে ২০২৪-এর সকল শহীদের আত্মার শান্তি কামনা করছি। সেই সঙ্গে বেগম খালেদা জিয়াসহ ২০২৪-এর আন্দোলনে আহত সকল বীর সৈনিকের দ্রুত সুস্থতা কামনা করছি। ছাত্রদলের হাত ধরেই ছাত্রসমাজকে সাথে নিয়ে সাম্য ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব।