রাজনীতিতে ঝড় তুলে শৈলকুপার ইতিহাসে নতুন মোড়: বিএনপির নেত্রী হলেন আইনশৃঙ্খলা কমিটির সদস্য

- আপডেট সময় : ০৯:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৮ বার পড়া হয়েছে

রাসেল হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি:গোটা শৈলকুপার রাজনীতিতে এখন একটাই নাম, যা নিয়ে চলছে তুমুল আলোচনা! শৈলকুপা উপজেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক সোহেলী খান এবার এক ঐতিহাসিক পদক্ষেপ নিলেন!
গত বৃহস্পতিবার এক সরকারি গেজেট নোটিশের মাধ্যমে তাকে শৈলকুপা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে! দীর্ঘদিন ধরে বিরোধী দলের রাজনীতি করা একজন নেত্রী যখন সরাসরি এমন গুরুত্বপূর্ণ একটি সরকারি কমিটিতে স্থান পান, তখন তা কেবল একটি পদ প্রাপ্তি নয়, এটি যেন এলাকার রাজনীতিতে এক নতুন দিগন্তের উন্মোচন!
বিরোধী দল থেকে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষার মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ কমিটিতে সদস্য নির্বাচিত হওয়া নিঃসন্দেহে এক বিরল ঘটনা। এটি প্রমাণ করে, রাজনীতির ঊর্ধ্বে উঠে স্থানীয় প্রশাসন এবার যোগ্য নেতৃত্বকে সম্মান জানাচ্ছে।
সমাজের অন্যতম কঠিন একটি প্ল্যাটফর্মে একজন নারী রাজনৈতিক প্রতিনিধি হিসেবে স্থান করে নিলেন। এতে শৈলকুপার নারীরা পাচ্ছেন এক নতুন অনুপ্রেরণা।
স্থানীয় প্রশাসন যে দল-মত নির্বিশেষে সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত, এই মনোনয়ন তারই স্পষ্ট বার্তা দিচ্ছে।
সোহেলী খান শৈলকুপা উপজেলায় দীর্ঘদিন ধরে বিএনপির একজন সক্রিয় ও জনপ্রিয় নেত্রী হিসেবে কাজ করছেন। তার এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে এলাকার মানুষ যেমন অবাক, তেমনই আশাবাদী।
এ বিষয়ে সোহেলী খান বলেছেন, “আমি দল-মতের ঊর্ধ্বে উঠে জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। শৈলকুপার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করাই আমার একমাত্র লক্ষ্য।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মনোনয়ন স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করবে। সবাই এখন তাকিয়ে আছে, কীভাবে এই নেত্রী তার নতুন ভূমিকা পালন করে শৈলকুপার চিত্র বদলে দেন!