রাজধানীতে ফের ভবনে আগুন।
স্টাফ রিপোর্টার
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে একটি বহুতল ভবনে আগুন লেগেছে।
শনিবার বেলা ১১টার দিকে নিউ এলিফ্যান্ট রোডের ১০ তলা আবাসিক ভবনটির ৭ম তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শফিক জানান, শনিবার বেলা ১১টা ২৬ মিনিটের দিকে ১০ তলা আবাসিক ভবনের ৭ম তলায় আগুন লাগে। এরপরই স্থানীয়রা আগুন নেভাতে কাজ শুরু করেন। এর মধ্যে ফায়ার সার্ভিস পৌঁছে কাজ শুরু করলে অন্তত ১ কোনটা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।তিনি আরো জানান, আগুনের ভয়াবহতা কম। সম্ভবত ওয়েল্ডিং করার সময় আগুন লাগতে পারে।
আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন সম্ভবত ওয়েল্ডিং করার সময় আগুন লাগতে পারে। তবে এর ভয়াবহতা কম ছিল। এজন্য দ্রুতই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.