মোঃতৌহিদুর রহমান, ক্রাইম রিপোর্টার, যশোর:-
রাজধানীর পল্লবীর সুখনগরের একটি পুকুর থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধার হওয়া তরুণের নাম পাভেল খান (২৫)।
পুলিশ বলছে, পাভেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তাঁর লাশ পুকুরে ফেলা দেওয়া হয়। পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তারা একটা আনুমানিক ধারণা দেয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান আজ সোমবার দৈনিক বাংলাদেশর চিত্র নিউজকে বলেন, রাজধানীর বাড্ডা এলাকায় থাকতেন পাভেল। খুন করার জন্যই তাঁকে অনেক কৌশলে বাড্ডা থেকে পল্লবী এলাকায় ডেকে আনা হয়েছিল।
ওসি অপূর্ব হাসান বলেন, পাভেলের নামেও থানায় একাধিক মামলা আছে। হত্যাকারীরা তাঁর পূর্বপরিচিত। হত্যাকারীদের নাম-পরিচয় পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, গতকাল রাতে স্থানীয় লোকজনের মাধ্যমে তারা খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে পাভেলের লাশ উদ্ধার করে তারা। ময়নাতদন্তের জন্য আজ ভোরে তাঁর লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পল্লবী থানা একটি হত্যা মামলা হয়েছে।
পরিবারের তথ্যমতে পুলিশ জানায়, পাভেলের বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায়। বাবা নাম শায়েস্তা খান। পাভেল থাকতেন বাড্ডার পাঁচতলাবাজার এলাকায়।
পাভেল বাসচালকের সহকারী হিসেবে কাজ করছিলেন। তিনি দুই বছর আগে বিয়ে করেন। পরে বিবাহবিচ্ছেদ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.