স্টাফ রিপোর্টার:-
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চরমোন্তাজ ইউনিয়নের চরমন্ডল লঞ্চ ঘাট থেকে দুই কেজি গাজাঁসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। গ্রেফতারকৃত গলাচিপা থানার গজালিয়া ইউনিয়নের মৃত মতলেব হাওলাদারের ছেলে মোঃ খোকন হাওলাদার (৪৫) কে মাদক বিক্রয়কালে ০২ (দুই) কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,পটুয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায় রাঙ্গাবালী থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিক্তিতে আজ ০১লা এপ্রিল মঙ্গলবার চরমন্ডল লঞ্চ ঘাট থেকে গাঁজা বিক্রয়ের সময় রাঙ্গাবালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন, আমি মাদক এর সাথে কখনোই আপোষ করিনা।যে কেউ হোক মাদক এর সাথে জড়িত থাকলে তাকে কোন ভাবে ছাড় দেয়া হবেনা। আজ আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধিন
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.